দীর্ঘ নয় মাস ব্যাপী লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকায় আমাদের এই বাংলাদেশ। দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেন সাঘাটা উপজেলা প্রশাসন। রাত ১.০০ ঘটিকার সময় ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের সুচনা হয়। উক্ত দিবসের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল আউয়াল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যামন এ্যাড: এ.এইচ.এম. গোলাম শহীদ রঞ্জু, ভাইস চেয়ারম্যান মো: মমিতুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: নাজনীন বেগম ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। অনুষ্ঠানে সকাল ৮.০০ টায় বিজয় র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়। সকাল ৯.০০ ঘটিকার সময় ক্রীড়া অনুস্ঠান শুরু হয় ও দুপুর ১.০০ ঘটিকায় অত্র উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণের সম্মাননা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল আউয়াল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস