এসকেএস ইলপা বাই পিডি এন আর প্রকল্পের অধীনে উপজেলা পর্যায়ে সোলার হোম সিষ্টেম ও বায়োগ্যাস প্লান্ট কার্যক্রম বিষয়ক মত বিনিময় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্প ব্যবস্থাপক মো: আশরাফুল ইসলামের ব্যবস্থাপনা সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল আউয়াল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোৰ মমিতুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: নাজনীন বেগম। সভায় উক্ত প্রকল্পের কাজের অগ্রগতি তুলে ধরা হয়। এ পর্যন্ত উক্ত প্রকল্পের মাধ্যমে ১৬০টি বায়োগ্যাস প্লান্ট এবং ৭৯২টি সোলার হোস সিষ্টেম স্থাপন করা হয়েছে। প্রকল্পটি সাঘাটা উপজেলার সাঘাটা, ভরতখালী, মুক্তিনগর, জুমারবাড়ী, ঘুড়িদহ ও হলদিয়া ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করেছে। বায়োগ্যাস এবং সোলার হোম সিষ্টেম ছাড়াও প্রকল্পটির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্পর্কে সদস্যদের কে বিস্তারিত ধারনা দেওয়া হয় এবং বসতবাড়ীতে সবজী চাষ বিষয়ক প্রশিক্ষণ সহ সবজী বীজ বিতরণ করা হয়েছে। এপর্যন্ত মোট ৫০০০ পরিবারকে প্রশিক্ষণ ও সবজী বীজ প্রদান করা হয়েছে। প্রকল্পটির কার্যক্রম সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সন্তুষ্টি প্রকাশ করেন এবং পরবর্তী সময়ে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার সুপারিশ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS