Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আদর্শ পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা-২০১৫খ্রি: অনুষ্ঠিত।
Details

সাঘাটা উপজেলা পরিষদের উপজেলা সম্মেলণ কক্ষে ০৯/০৫/২০১৫খ্রি: তারিখ রোজ শনিবার আদর্শ পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা-২০১৫খ্রি: অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালাটি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল আউয়াল, শুভ উদ্বোধন করেন। উক্ত প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে পাট চাষ, নাবী পাট বীজ উতপাদন, পাট পচন এবং পাটের গ্রেডিং বিষয়ে সম্যক ধারনা প্রদানের নিমিত্তে উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাটবীজ এবং উন্নত পাট পচন প্রকল্প ইত্যাদি নিয়ে আলোচনা করেন এবং পলিথিন বর্জন ও পাট পন্য ব্যবহার করার ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করা হয়। আরও আলোচন করেন পাটের চারা রোপন পদ্ধতি, বীজ তলায় জমি নির্বাচন, বীজ তলার আকার, বীজ তলার প্রস্তুতি, বীজ বপনকাল, বীজ সংগ্রহ, বীজের পরিমাণ, মুল জমির পদ্ধতি, চারা রোপনকাল, চারা রোপন পদ্ধতি, পরিচর্যা, সার প্রয়োগ, ফসল সংগ্রহ, বীজ শোধন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে পাট অধিদপ্তর কর্মকর্তাগণ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ব্যপক আলোচনা করেন। এরপর দুপুর ১.০০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ আব্দুল আউয়াল, সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Attachments
Publish Date
09/05/2015